Dhaka, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

আয়ের পরিধি বাড়াতে ফ্রিল্যান্সারদের জন্য নতুন সুবিধা চালু ফাইভারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:২৬ পিএম
Bangla Today News

ফ্রিল্যান্সিং করেন অথচ ফাইভারের নাম শোনেননি এরকম কাউকে খুঁজে পাওয়া কঠিন। বিগত কয়েক বছরে অনলাইন মার্কেটপ্লেসগুলোর মধ্যে অন্যতম হলো ফাইভার। এবার ফ্রিল্যান্সারদের সুবিধার্থে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীদের আয়ের পরিধি বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণের সুযোগ চালু করেছে ফাইভার। এখন ব্যবহারকারীরা এই এআই মডেলকে প্রশিক্ষণ দিতে পারবেন। পরবর্তী সময়ে একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে যে কেউ সেই মডেল ব্যবহার করতে পারবেন।

 

ফাইভারের তথ্যমতে, নতুন এই সুবিধায় ফ্রিল্যান্সাররা দ্রুত ও মানসম্মত কনটেন্ট তৈরি করতে সক্ষম হবেন এবং এআই মডেলকে নিজস্ব কাজের ভিত্তিতেও প্রশিক্ষণ দিতে পারবেন। ফলে নতুন নতুন কাজের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় থাকবে।

‘‘ফাইভার গো’’ টুলসের অংশ হিসেবে চালু হওয়া এই নতুন সুবিধাটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা তাদের তৈরি এআই মডেল সম্পাদনা করতে পারবেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ মূল্য নির্ধারণ করতে পারবেন। এই মডেলটি ভয়েসওভার, গান লেখা, গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেশন, কপিরাইটিং ও ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এই উদ্যোগ ব্যবহারকারীদের কাজের পরিধি আরও বিস্তৃত করবে এবং কনটেন্ট তৈরির প্রক্রিয়াকে আরও সহজ করবে।

এছাড়াও ফাইভার গোতে যুক্ত রয়েছে এআইভিত্তিক ব্যক্তিগত সহকারীও। এর ফলে ব্যবহারকারীরা সহজেই গ্রাহকদের প্রশ্নের উত্তর দিতে পারবেন। এআইভিত্তিক ব্যক্তিগত সহকারীর মাধ্যমে ফ্রিল্যান্সারদের গ্রাহকসেবার মান উন্নত হবে। তবে প্রাথমিক পর্যায়ে শুধু নির্বাচিত কিছু শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সাররাই এই সুবিধা পাবেন।

Leave a comment