দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, গাজায় তারা ফের যুদ্ধ শুরু করতে পারেন। এজন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে নেতানিয়াহু আরও জানান, হামাসকে সম্পূর্ণ নির্মূল করার যে লক্ষ্যমাত্রা তারা ঠিক করেছেন, সেটি অর্জন করবেনই। হোক সেটি ‘আলোচনার মাধ্যমে’ অথবা ‘অন্য কোনো উপায়ে’।
Menotti, the coach who won Argentina's first World Cup, has died
রাতভর অভিযান, ভারতে গ্রেপ্তার ২৭ বাংলাদেশি
সৌদিতে বাংলাদেশিসহ ২১ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার
তিনি বলেন, “আমরা যে কোনো মুহূর্তে তীব্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত আছি। গাজায় আমরা হামাসের সংঘবদ্ধ বাহিনীকে শেষ করে দিয়েছি। কিন্তু কোনো সন্দেহ থাকবে না— আমরা যুদ্ধের সম্পূর্ণ লক্ষ্য অর্জন করব।”
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। তিন ধাপের এই যুদ্ধবিরতিটির প্রথম ধাপ এখন চলছে। যা শিগগিরই শেষ হবে। এই প্রথম ধাপে ইসরায়েলের ৩৩ জিম্মিকে ফেরত দেওয়ার কথা ছিল হামাসের। যা তারা রেখেছে। গতকাল শনিবার প্রথম ধাপের শেষ ছয় জিম্মিকে মুক্তি দেয় তারা। এর ঠিক পরপরই দখলদার ইসরায়েলের ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু তারা এ কথা রাখেনি। গতকাল সারাদিন পেরিয়ে আজ সারাদিন চলে গেলেও; এখনো ওই ফিলিস্তিনিদের ছাড়েনি তারা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজাবাসী মনে করছেন সেখানে ফের যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা অনেক বেশি।
২০২৩ সালে ৭ অক্টোবর থেকে দীর্ঘ ১৬ মাস ইসরায়েলি সেনারা গাজায় বর্বর হামলা চালিয়েছে। এ সময়ে প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।