সুদানের ওমদুরমান শহরে সামরিক বিমানের ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৪৬ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে রাজধানী খার্তুমের উপকণ্ঠে অবস্থিত ওমদুরমান শহরের ওয়াদি সাইদনা সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় আন্তোনভ বিমানটি বিধ্বস্ত হয়। খবর আল জাজিরার।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) খার্তুম মিডিয়া অফিস জানিয়েছে, দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে ১৯ জন নিহত হওয়ার খবর দিয়েছিল। তাদের তথ্যমতে, বিমানটি ওমদুরমানের কারারি জেলার একটি বেসামরিক বাড়ির ওপর ভেঙে পড়ে।
বিশ্ব Read more from
69954 pilgrims reached Saudi
মালয়েশিয়ায় কারখানায় অভিযান, বাংলাদেশিসহ ৪২০ প্রবাসী আটক
মুসলিম বিশ্বের সবার শত্রু একই: জুমার খুতবায় খামেনেয়ি
নিহতদের মধ্যে খার্তুমের শীর্ষ সামরিক কমান্ডার মেজর-জেনারেল বাহর আহমেদের থাকার কথাও জানা গেছে।
সুদানের সামরিক বাহিনী, যারা ২০২৩ সালের এপ্রিল থেকে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সঙ্গে সংঘাতে লিপ্ত, এক বিবৃতিতে জানিয়েছে যে, দুর্ঘটনায় সামরিক ও বেসামরিক উভয়ই হতাহত হয়েছেন। তবে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।