Dhaka, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

স্যামসাং সিইও হান জং-হি মারা গেছেনস্যামসাং সিইও হান জং-হি মারা গেছেন

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫, ০১:৪৯ এএম
Bangla Today News

স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ভাইস চেয়ারম্যান হান জং-হি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৫ মার্চ) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

হান জং-হি দক্ষিণ কোরিয়ার ইনচনের ইনহা বিশ্ববিদ্যালয় থেকে বৈদ্যুতিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে, স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা লি বাইং-চুলের মৃত্যুর পরপরই, হান স্যামসাং-এ যোগদান করেন, যা ছিল কোম্পানির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়।

স্যামসাংয়ের মুখপাত্র জানিয়েছেন, হান তার স্ত্রী এবং তিন সন্তান রেখে গেছেন। বৃহস্পতিবার সিউলের স্যামসাং হাসপাতাল ফিউনারেল হলে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

স্যামসাং বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড। এছাড়াও, তারা বৈদ্যুতিক গাড়ি, স্মার্টওয়াচ এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সার্ভার সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের জন্য মেমরি চিপ তৈরিকারী বিশ্বের বৃহত্তম সংস্থা।

Leave a comment