Dhaka, মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

গাজায় মানবিক বিপর্যয় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে

সিয়াম ইসলাম

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৫, ১২:৫২ এএম
Bangla Today News

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা এবং দীর্ঘ এক মাসের অবরোধ সেখানকার পরিস্থিতিকে এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিয়ে গেছে। খাদ্য, পানি, চিকিৎসা সামগ্রী এবং আশ্রয়ের অভাবে সেখানকার বাসিন্দারা চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দের এল-বালাহ শহরের সাংবাদিক হিন্দ খোদারি জানান, গাজাবাসী সামান্য খাবারের জন্যও হন্যে হয়ে ঘুরছে। গত এক মাস ধরে সেখানে কোনো খাদ্যবাহী ট্রাক ঢুকতে পারেনি। বাণিজ্যিক কার্যক্রম, জ্বালানি, রান্নার গ্যাস, ওষুধ কিংবা তাঁবুর মতো জরুরি সামগ্রীও সেখানে প্রবেশ করেনি। এক গ্যালন বিশুদ্ধ পানির জন্য দীর্ঘ লাইন এবং সামান্য গরম খাবারের জন্য ফিলিস্তিনিদের বিভিন্ন রান্নাঘরের সামনে অপেক্ষা করতে দেখা গেছে। তবে জরুরি সামগ্রীর অভাবে এসব রান্নাঘরও খুব শিগগিরই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গাজার স্বাস্থ্যসেবা খাতও ভেঙে পড়েছে। আহতদের সংখ্যা এত বেশি যে হাসপাতালগুলো রোগীদের জায়গা দিতে পারছে না। চিকিৎসার সরঞ্জামের অভাবে আহতদের প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া সম্ভব হচ্ছে না।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত ১২ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী খান ইউনিস এলাকায় সবচেয়ে বেশি হামলা চালিয়েছে, যেখানে নারী ও শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবুতে হামলার কারণে অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচার আকুতি শোনা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় মোট ৪৬ জন নিহত হয়েছেন।

Leave a comment