Staff Correspondent প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৪, ০৯:৪৩ এএম
ফেনীর ছাগলনাইয়ায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণকালে
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতিদলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ এর গাড়ি বহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা তাঁতি দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ-উপলক্ষ্যে উপজেলার পাইলট হাইস্কুলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল বেড় করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাইলট হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।
উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মো: মশিউর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতি দলের আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন।
প্রধান বক্তা ছিলেন জেলা তাঁতি দলের সদস্য সচিব মো: আশরাফুল সরকার হাফিজার।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো: ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব মো: আব্দুস সালাম মিঞা, থানা বিএনপির সাবেক সভাপতি মো: শফিউল ইসলাম স্বপন, জেলা সহ: সাংগঠনিক সম্পাদক ও থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো: আনোয়ারুল ইসলাম ও থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক শাহ্ আলম মিয়া প্রমূখ।
এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা তাঁতি দলের ১১টি ইউনিয়নের নেতাকর্মীরা এসময উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো: আব্দুল আজিজ মিয়া, উপজেলা তাঁতি দলের মোজাহারুল ইসলাম বাবলু।
সভায় বক্তারা ফেনীর ছাগলনাইয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে কেন্দ্রীয় তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ এর গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এবং হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
পরিশেষে আগামী নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনে অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিককে এমপি নির্বাচিত করার লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গাইবান্ধা জেলা প্রতিনিধি
মো শাকিল মিয়া