Siam Islam প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৮ পিএম
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রণ’ সংগ্রহ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে ৮ কোটি টাকা তুলে দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম চেক গ্রহণ করেন।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, টিএসসিতে আমাদের ত্রাণ কর্মসূচি ২২ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলে। মোট ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা তোলা হয়েছে। আমাদের মোট ব্যয় এক কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ২০৭ টাকা।
তিনি বলেন, এখন ব্যাংক অ্যাকাউন্টে ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা রয়েছে। যার মধ্যে আজ আমি প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৮ কোটি টাকা হস্তান্তর করব।
বাকি ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গে বন্যা ত্রাণ কার্যক্রমে ব্যয় করা হবে বলেও জানান তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেন, এই অর্থ বন্যা-পরবর্তী পুনর্বাসনে ব্যয় করা হবে।