Mohin Talukder প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৬ এএম
সরকার অনুমতি দেওয়ার পর থেকে বেনাপোল বন্দর দিয়ে ৫ দিনে ৯১টি ট্রাকে ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫টি ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি, রোববার ৬টি ট্রাকে ১৯ মেট্রিক টন, সোমবার ৩০টি ট্রাকে ৮৯ মেট্রিক টন এবং ২৩টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি। গতকাল মঙ্গলবার (০১ অক্টোবর) ট্রাক। ভারতে ইলিশ রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হয় ১০ ডলার, যা বাংলাদেশি টাকায় ১ হাজার ১৮০ টাকা।
বুধবার (২ অক্টোবর) প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা এবং ১ কেজির বেশি ২ হাজার ২০০ টাকায়। সে অনুযায়ী প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা কমে একই আকারের ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে। বেনাপোল বন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে। মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম জানান, কয়েক বছর আগে ইলিশ রপ্তানির বিজ্ঞপ্তি ছিল। তবে ইলিশের অভ্যন্তরীণ বাজারদরের সঙ্গে তাল মিলিয়ে দামও সামঞ্জস্য করা যেতে পারে বলেও মনে করেন তিনি।
নাভারণ বাজার মৎস্য আড়ত সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, স্থানীয় বাজারে যেখানে ১৭০০-৮০০ টাকায় ইলিশ বিক্রি হয়, সেখানে ১০ হাজার টাকা বা এক হাজার ১৮০ টাকায় কীভাবে ভারতে রপ্তানি হচ্ছে তা বোধগম্য নয়। তিনি জানান, গতকাল ৮০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি দেড় হাজার টাকায় বিক্রি হয়েছে। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির জানান, গতকাল (১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ১৫টি ট্রাকে ৬৪০ কেজি ইলিশের মধ্যে ৬৯ মেট্রিক টন রপ্তানি হয়েছে। এতে ভারতে ৫ দিনে ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি ইলিশ রপ্তানি হয়।