নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৭:০৬ এএম
গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে Entrepreneur News এর নিজস্ব সংবাদদাতা মোঃশাহাদাত হোসেনের ওপর হামলা ঘটনার ঘটেছে।
উল্লেখ্য, গত ০১ অক্টোবর ২০২৪ ইং রোজ:মঙ্গলবার সকাল ১১.২০ মি. এর সময় গাজীপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে গণমাধ্যম কর্মী শাহাদাত হোসেনের উপর অতর্কিত হামলা করে।
বিবাদী ১। মোঃ হাবুল (৫৫), পিতা- মৃত কদম আলী, ২। জাহিদ হাসান (২৪), পিতা- মোঃ হাবুল, ৩। মোঃ আকাশ (২৩), পিতা- কবির হোসেন, ৪। মোঃমাহফুজ (২১), পিতা- জালাল উদ্দিন, ৫। মোঃ সাব্বির (২০), পিতা- সোহেল রানা, ৬। মাহফুজ মিয়া (২০),পিতা- শহিদুল ইসলাম, সর্ব সাং- গাজীপুর,থানা-শ্রীপুর, জেলা- গাজীপুর গণসহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত বিবাদীগণ এলাকায় খুবই খারাপ, দাঙ্গাবাজ, বন দস্যু ও উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক।
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য শাহাদাত হোসেন ও entrepreneurnews.online
গাজীপুর জেলা প্রতিনিধি সংবাদ সংগ্রহ করতে গেলে তার উপরে পরিকল্পিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।এসময় তাঁকে বেধড়ক মারধর ও জখম করে তারা খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থল থেকে শাহাদাতকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে জখমের চিকিৎসা সহ ভর্তি রাখেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল entrepreneurnews.online
বলেন,'ইতোমধ্যে
খবর পেয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।