নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৯ এএম
মো:,জাহিদুল ইসলাম প্রতিনিধি. গাইবান্ধা।
গত ২৯ শে সেপ্টেম্বর আহমেদ উদ্দিন শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে প্রতিষ্ঠানটির পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মতভেদ ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যাপক ড.মো: আব্দুল কাদের কাছে জানতে চাইলে বলেন, শিক্ষক ছাত্রের ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য প্রতিষ্ঠান ও তৃতীয় পক্ষ আহমেদ উদ্দিন শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের নামে অপপ্রচার চালাচ্ছে , এবং প্রতিষ্ঠানটির হিজাব পরি ধানের বিষয়ে কথা বললে তিনি সরাসরি সাংবাদিকদের কাছে সিসিটিভির ফুটেজ দেখান।