Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
logo

ড্রোনের পর স্মার্ট লাইট ও ব্যতিক্রমী ড্রিল মেশিন তৈরি করলো আতিক


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৩ পিএম

ড্রোনের পর স্মার্ট লাইট ও ব্যতিক্রমী ড্রিল মেশিন তৈরি করলো আতিক

 

 

দিনাজপুরের ফুলবাড়ী রাজারামপুর সরফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আতিক উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করে ব্যাপক পরিচিতি অর্জন করেছে। নতুন নতুন আবিষ্কারের প্রতি তার গভীর আগ্রহ তাকে ইতিমধ্যেই আলাদা করেছে। ড্রোন তৈরির সাফল্যের পর এবার সে তৈরি করেছে চারটি নতুন প্রজেক্ট, যার মধ্যে রয়েছে এলডিআর লাইট, স্মোক ডিটেক্টর, স্মার্ট লাইট, এবং অল-ইন-ওয়ান ড্রিল মেশিন।

আতিকের এলডিআর লাইটটি বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি রাতের অন্ধকারে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠে এবং দিনের আলোয় নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আতিকের মতে, বিদ্যুৎ সংকটের এ সময়ে এটি বিদ্যুৎ সাশ্রয়ের একটি কার্যকরী উপায় হতে পারে।

তার স্মোক ডিটেক্টরটি আগুনের উপস্থিতি এবং ধোঁয়া সনাক্ত করতে সক্ষম এবং সনাক্তের পর উচ্চ শব্দে এলার্ম বাজবে সাথে জ্বলে উঠবে একটি লাইট। স্কুল, কলেজ বা বাসাবাড়িতে এটি স্থাপন করলে অগ্নিকাণ্ডের মতো বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে বলে মনে করেন আতিক।

অটোমেটিক লাইট অন অফ প্রকল্পটি মূলত সিকিউরিটি ব্যবস্থা হিসেবে কাজ করবে। মানুষের উপস্থিতি টের পেলে এটি স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে এবং সাউন্ড করবে, যা নির্জন এলাকায় সুরক্ষা বাড়াতে সাহায্য করবে।

সবচেয়ে চমকপ্রদ আবিষ্কারটি হলো অল-ইন-ওয়ান ড্রিল মেশিন। এটি শুধু দেয়ালে ফুটো করতেই নয়, বিভিন্ন উপাদান যেমন লোহা, কাঠ, প্লাস্টিক কাটতেও ব্যবহার করা যাবে। আতিকের মতে, এক যন্ত্রে একাধিক কাজ করার সক্ষমতা কর্মজীবনকে সহজ করবে।

আতিকের এই সাফল্য তার শিক্ষকদের গর্বিত করেছে। তার শিক্ষকদের মতে, আতিক সবসময় ক্লাসে মেধাবী ও উদ্ভাবনী চিন্তা-ভাবনা করে থাকে

 জুবায়ের হোসাইন, জেলা প্রতিনিধি।