Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
logo

চকরিয়ায় চট্রগ্রাম থেকে কক্সবাজারগ্রামী ট্রেনের ধাক্কায় এক ভারসাম্যহীন বৃদ্ধে ব্যক্তি মৃত্যু হয়েছে


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:০১ পিএম

চকরিয়ায় চট্রগ্রাম থেকে কক্সবাজারগ্রামী ট্রেনের ধাক্কায় এক ভারসাম্যহীন বৃদ্ধে ব্যক্তি মৃত্যু হয়েছে

বৃহস্পতিবার (৩অক্টোবর) বিকাল ২:৩০ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী  চকরিয়ায় ট্রেনের ধাক্কায় ৬৫ বছরের  ভারসাম্যহীন  বৃদ্ধ লোকটি ঘটনাস্থল মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী জানাই  নিহত ভারসাম্যহীন  বৃদ্ধ লোকটি ৬৫ বছর হবে পুর্ব বর ভেওলা সিকদার পাড়া ২নং  ওয়ার্ড মুবিন পাড়া এলাকায় একজনের বাড়িতে দুপুরের খাবার খায় একঘন্টার পর খবর পায় ভারসাম্যহীন বৃদ্ধ লোকটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থল তার মৃত্যু হয় এলাকায় বাসী বলে লোকটি এলাকায় আগে কোনো দিন দেখেনি অনেকে বলে পাশের এলাকার কোনাখালী বা পুরুত্যাখালী এলাকার হতে পারে নিহত বৃদ্ধ লোকটির কোনো  সঠিক পরিচয় পাওয়া যায়নি। 


স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন(মুন্না) বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় এলাকাবাসীর ভাষ্যমতে নিহত বৃদ্ধ লোকটি বাকপ্রতিবন্ধী। আশপাশের এলাকা থেকে ভিক্ষা করে রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় পশ্চিম সিকদার পাড়া এলাকায় রেললাইনের পাশ দিয়ে যাওয়ার পথে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় মাটিতে ছিটকে পড়লে ঘটনাস্থলে তিনি মারা যান। এখানও তার পরিচয় নিশ্চিত করা যায়নি বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান।

স্থানীয় লোকজন রেললাইনের পাশে  বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫বছর বলে ধারণা করা হচ্ছে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। 


চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূইয়া বলেন, "লাশ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।