Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

ফিফার বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল


Mohin Talukder   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৬ এএম

ফিফার বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল

14 সেপ্টেম্বর থেকে উজবেকিস্তানে ফিফা ফুটসাল বিশ্বকাপ শুরু হয়েছে৷ মনে হচ্ছে টুর্নামেন্ট এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে৷ আগামী রোববার টুর্নামেন্টের মেগা ফাইনালে লড়বে লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

ফাইনালে সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয় আর্জেন্টিনা। গতকালের ম্যাচে এই টুর্নামেন্টের এক সময়ের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে, আগের দিন ইউক্রেনকে একই ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। ফুটবলের মতো ফুটবলেও ব্রাজিল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন।


বিশ্বকাপের ফাইনালে কখনো মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে এবারই প্রথম ফিফা ফুটসাল বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুই দেশ। তবে আর্জেন্টিনার চেয়ে অনেকটাই এগিয়ে ব্রাজিল। ব্রাজিল তাদের মুখোমুখি হওয়া 83টি ম্যাচের মধ্যে 66টিতে জিতেছে। এছাড়া 8 ম্যাচে আর্জেন্টিনা জিতেছে এবং 9 ম্যাচে ড্র করেছে।

আর্জেন্টিনা 2016 সালে ফুটসালে তাদের একমাত্র শিরোপা জিতেছিল। আর্জেন্টিনা 2021 ফুটসাল বিশ্বকাপের ফাইনালও খেলেছিল। এটা দলের টানা তৃতীয় ফাইনাল। অন্যদিকে, ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও তারা শেষবার ২০১২ সালে এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল। ব্রাজিল স্পেনকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।