Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
logo

সেনাবাহিনী দেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করেছে: ড. ইউনূস


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৯:১০ পিএম

সেনাবাহিনী দেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করেছে: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সংকটময় সময়ে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করেছে। তিনি বলেন, সেনাবাহিনীর সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ায় দেশের জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূস এসব কথা বলেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রদের স্মরণ করেন এবং মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রতিরক্ষা সচিব, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিশেষ সহকারী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।