নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৬ পিএম
বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা( ইউএনও)'র সার্বিক সহযোগিতায় ডেউটিন ও নগদ অর্থ সহায়তা পেলো ঘর আগুনে পুড়ে যাওয়া এবং অসহায় এই ২ পরিবার।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২:০০ টায় নিজ কার্যালয়ের সামনে এইসব অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয় । তাদের মধ্যে ঘর পুড়ে যাওয়া একজন ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা অনিল তঞ্চঙ্গ্যা।তাকে দেওয়া হয়েছে নগদ ৬০০০ টাকা এবং ২ বান ঢেউটিন । অন্যজন অসহায় পরিবার হলো ১ নং ইউনিয়নের ৩ নং ওযার্ডের বাসিন্দা হিরোজয় তঞ্চঙ্গ্যা। তাকে দেওয়া হয়েছে নগদ ৩০০০ টাকা এবং ১ বান ঢেউটিন প্রদান করেন ।
এসময় উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা(রাসেল), জয়সিন্ধু চাকমা (কার্বারি) এবং পিআইও অফিসের সুমন গাজী প্রমূখ।
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:-