Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
logo

চবিতে চালু হতে যাচ্ছি ই-কার সার্ভিস


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৯:১১ পিএম

চবিতে চালু হতে যাচ্ছি ই-কার সার্ভিস

 

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চালু হবে ই-কার সার্ভিস। সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চালু করা হবে পরিবেশবান্ধব এই সার্ভিস।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।

তিনি জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল ক্যাম্পাসে যেন চক্রাকার বাস চালু করা হয়। কিন্তু সেই বাসগুলো পুরোনো হয়ে গেছে। এসব পুরোনো বাস চালু করতে গেলে পুনরায় মেরামত সহ পুরোপুরি সচল করতে বড় অংকের অর্থ প্রয়োজন হবে। তাছাড়া এর জ্বালানি সরবরাহে অনেক টাকা ব্যয় করতে হবে। সেই জ্বালানি নির্গত ধোঁয়া পরিবেশের ক্ষতি করবে। কিন্তু আমরা সেদিকে অর্থ ব্যয় না করে শিক্ষার্থীদের যাতায়াত এবং পরিবেশের সুরক্ষার কথা বিবেচনায় রেখে এমন উদ্যোগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও জানান, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি গ্রীন ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। ই-কার সার্ভিস চালু করতে ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হবে।

মো. জাহিদুল হক 
চবি প্রতিনিধি