Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
logo

বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান আজহারীর।


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৪ পিএম

বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান আজহারীর।

 


শেরপুরসহ কৃষিতে সমৃদ্ধ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা বন্যার কবলে। বন্যাকবলিত এসব বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সময়ের জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারি।

সোমবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেশবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, শেরপুরসহ কৃষিতে সমৃদ্ধ উত্তরাঞ্চলের কয়েকটি জেলা বন্যার কবলে। কয়েক হাজার হেক্টর ধান ও সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে যথাযথ প্রণোদনা দেওয়া প্রয়োজন। আসুন, সাধ্যমতো বানভাসি মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ তাদের সহায় হোন।

উল্লেখ্য, নীলফামারীতে সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। তিস্তার পানিপ্রবাহ বেড়ে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে দিয়েছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ।