Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

এবার বাংলাদেশে আসছেন নেইমার


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৭ এএম

এবার বাংলাদেশে আসছেন নেইমার

গত বছর বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার পর এসেছেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। লাল-সবুজের দেশে আসছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। আগামী বছরের শুরুতেই আসতে পারেন সময়ের অন্যতম সেরা ফুটবলার।

মার্টিনেজ ও রোনালদিনহোর বাংলাদেশে আগমন নিয়ে সমালোচনা হয়। ফুটবল ভক্তরা তাদের সেভাবে দেখতে পারেননি। তবে ভক্তরা নেইমারকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন। রবিন মিয়া এ তথ্য জানান। বাংলাদেশি বংশোদ্ভূত রবিন নেইমারের ঘনিষ্ঠ বন্ধু। দীর্ঘদিন ধরেই ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে কাজ করছেন তিনি।

নেইমারের বাংলাদেশে আগমন প্রসঙ্গে দেশের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রবিন বলেন, 'নেইমারের আগমন নিয়ে দেশের একটি সংস্থার সঙ্গে মৌখিক ও লিখিত আলোচনা হয়েছে। আশা করছি, আগামী বছরের (২০২৫) প্রথম দিকে তাকে বাংলাদেশে আনতে পারব।'

রবিন বলেছেন, মার্টিনেজ-রোনালদিনহোর মতো নেইমারের ক্ষেত্রে যেন বিতর্ক তৈরি না হয় সেদিকে খেয়াল রাখবেন তিনি। তিনি বলেন, 'আমি চাই নেইমারের সফরটি দেশের মানুষের আবেগের সঙ্গে পুরোপুরি মিশে যাক। আমরা দাতব্য আয়োজন করব। নেইমারের সঙ্গে ১৬ কোটি মানুষের দেখা সম্ভব নয়, আমরা আমাদের জায়গা থেকে যতটা সম্ভব করব।'