Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
logo

কুমিল্লা সদর দক্ষিণে র‍্যাবের অভিযানে ৪ কেজি গাজাঁসহ আটক-১


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:০৬ পিএম

কুমিল্লা সদর দক্ষিণে র‍্যাবের অভিযানে ৪ কেজি গাজাঁসহ আটক-১

কুমিল্লা সদর দক্ষিণের দয়াপুর এলাকায় র‍্যাবের অভিযানে ৪ কেজি গাজাঁসহ এক মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি মিনি কাভার্ডভ‍্যান জব্দ করেছে র‍্যাব সদস্যরা।

সোমবার (৭ অক্টোবর) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।

আটককৃত আসামি মো: তানজিল উরফে লাল মিয়া (৫২) কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ষাইটধার গ্রামের মৃত ইয়াসিন মিয়া এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল জেলার সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি মিনি কাভার্ডভ‍্যানে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাজাঁসহ মোঃ তানজিল উরফে লাল মিয়া নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময়  মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করে র‍্যাব সদস্যরা।
 
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামি জব্দকৃত মিনি কাভার্ডভ‍্যানে করে সীমান্তবর্তী এলাকা থেকে গাজাঁসহ অনান‍্য মাদক বহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলো বলে শিকার করে। আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।