নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫০ পিএম
ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি করে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলায় পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে যাত্রাবাড়ী থানার ৭টি ও নিউমার্কেট থানার একটি মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শাহীন রেজা তাদের রিমান্ড মঞ্জুর করেন। একের পর এক মামলায় তার রিমান্ড কার্যকর হবে বলেও উল্লেখ করেন আদালত।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শাকিব হাসানের গুলিতে নিহত হওয়ার ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় মামুনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ইমন হোসেন গাজী হত্যা মামলায় যাত্রাবাড়ীতে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যাত্রাবাড়ী মামলায় ইরফান ভূইয়াকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মুনতাসির রহমানের মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ভ্যানচালক সুজনের মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ীতে দায়ের করা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রফিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী মামলায় তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যাত্রাবাড়ী মামলায় মাহমুদুল হাসান জয়কে (১৪) ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। নিউমার্কেট থানায় হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।