Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
logo

মনোহরদীতে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:০৮ পিএম

মনোহরদীতে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার(৭ অক্টোবর)সকালে উপজেলা বিএনপির৬ আয়োজনে মনোহরদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য,মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই, আনন্দমূখর পরিবেশে সকলে মিলেমিশে যেন পূজা উদযাপন করতে পারে,সকলকে সে দিকে নজর রাখতে হবে। এছাড়াও তিনি বিএনপির নেতৃবৃন্দকে প্রত্যেকটি পূজামণ্ডপে সার্বক্ষণিক নজর দেওয়ার নির্দেশনা প্রদান করেন। পরে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের হাতে দেশরত্ন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক তুলে দেন।


উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন এর সঞ্চালনায়,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুনর রশীদ,সাবেক ভিপি গোলাম মোস্তফা,পৌর বিএনপির সদস্য সচিব এড.হান্নান শেখ,উপজেলা শ্রমিক দলের সভাপতি,সাবেক কমিশনার বাবুল আকন্দ,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম,সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ,মনোহরদী পৌরসভার যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ আকন্দ বকুল,যুগ্ম-আহ্বায়ক সালাহউদ্দিন সালাহ্ সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক,বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদী