Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
logo

পূজা মণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:১১ পিএম

পূজা মণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন

 


সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদিয় দুর্গাপূজা আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। 
মঙ্গলবার পঞ্চমী, বুধবার ষষ্ঠি, বৃহস্পতিবার সপ্তমি, শুক্রবার অষ্টমি-নবমী এবং শনিবার নবমী ও দশমী অনুষ্ঠিত হবে।
সনাতন ধর্মালম্বীদের দূর্গোৎসব উপলক্ষে রামগঞ্জ উপজেলার ১৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল আয়োজন শেষ করা হয়েছে। 
পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যপক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসাবে রবি ও সোমবার রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ প্রত্যন্ত অঞ্চলের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করছেন। 
গতকাল সোমবার আঙ্গারপাড়া সনাতন হরিসভা ও ব্রহ্মপাড়া মহাপ্রভূ সংঘ মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা পূজা পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা জানান, উপজেলা প্রশাসন ও রামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আমাদের কার্যক্রম সুন্দরভাবে চলছে। তিনি এসময় সকল শ্রেণি পেশার মানুষদের পূজায় অংশগ্রহণের অনুরোধ করেন

মোহাম্মদ তারেক (লক্ষীপুর) রামগঞ্জ প্রতিনিধি