Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

ষষ্ঠীপুজার মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ উৎসব শারদীয়া দুর্গাপুজা


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৫ এএম

ষষ্ঠীপুজার মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ উৎসব শারদীয়া দুর্গাপুজা

 

 

সারাদেশের ন্যায় ফরিদপুরের সদরপুর উপজেলায় ষষ্ঠী পুজার মাধ্যমে আজ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদিয়া দুর্গাপুজা। পাচদিনের এ উৎসব আনন্দ মুখর করে তুলতে    নানা আয়োজন করেছেন হিন্দু ধর্মালম্বীরা। ইতিমধ্যেই পুজা মন্ডপ সাজানো হয়েছে।   মন্দিরে মন্দিরে হবে দেবী দুর্গার আরাধনা। আজ  বুধবার ৯ অক্টোবর কল্পারম্ভ ও বিহিত পুজার মাধ্যমে শুরু হবে দুর্গাপুজার মূল আনুষ্ঠানিকতা। আগামী রবিবার  ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা  বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫দিন ব্যাপী এ উৎসবের। দুর্গা পুজা উপলক্ষে মন্দিরে মন্দিরে সাজ সাজ রব বিরাজ করছে। চলছে দেবী পক্ষ  ধুপ - ধুনুচি, পঞ্চপ্রদীপ, উলুধনী আর ঢাকের তালে সায়ংকালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। আমন্ত্রন ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুর্গাপুজার। এবছর সদরপুর উপজেলায় ২২ টি পুজা মন্ডপ হয়েছে বলে জানান সদরপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র বিশ্বাস।শারদীয় দুর্গা পুজা উপলক্ষে বিভিন্ন পুজামন্ডপে আইনশৃংখলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবকগন দায়ীত্বপালন করবেন বলে জানান সদরপুর থানা অফিসার ইনচার্জ  মোঃ মোতালেব হোসেন। তিনি আরো বলেন দুর্গা পুজায় সার্বিক নিরাপত্তায় সদরপুর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে৷ সদরপুর ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি রিংকু দে বলেন, দুর্গা পুজার সার্বিক পরিস্থিতি খুবই ভাল, সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা উৎসবে সদরপুর  প্রশাসন ও সদরপুর থানা পুলিশ  আমাদের সার্বিক সহযোগীতা করছেন।  এ বছর  দেবী দুর্গা দোলনায় চড়ে আসবেন যাবেন ঘটকে চড়ে।

সোবাহান সৈকত

সদরপুর (ফরিদপুর)