Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা আজ


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৮ এএম

শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা আজ

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা হতে শুরু করেছে। স্টকহোমের রয়্যাল সুইডিশ একাডেমি ইতিমধ্যেই পদার্থবিদ্যা, রসায়ন ও সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সবচেয়ে আকর্ষণীয় নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হবে আজ শুক্রবার (১১ অক্টোবর)।


নরওয়ের রাজধানী অসলো নোবেল ইনস্টিটিউট থেকে স্থানীয় সময় সকাল ১১টায় এবং বাংলাদেশ সময় বিকাল ৩টায় বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

এ বছর ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে), জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) এবং জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসকে পুরস্কারের জন্য এগিয়ে রাখা হচ্ছে।


এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য যে বিষয়গুলো সামনে এসেছে সেগুলো হলো- ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সুদানের দুর্ভিক্ষ এবং জলবায়ু পরিবর্তনের সংকট।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এই বছরের শান্তি পুরস্কারের জন্য মোট 286 জন প্রার্থী নিবন্ধন করেছে, যার মধ্যে 197 জন ব্যক্তি এবং 89টি সংস্থা রয়েছে৷


1901 থেকে 2024 সাল পর্যন্ত মোট 114টি নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে৷ পুরস্কার বিজয়ীর সংখ্যা 141 জন 111 ব্যক্তি এবং 30টি সংস্থা৷ রেড ক্রসের ইন্টারন্যাশনাল কমিটি 1917, 1944 এবং 1963 সালে তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার অফিস 1954 এবং 1981 সালে দুবার শান্তিতে নোবেল পুরস্কার পায়। এছাড়াও, 27টি স্বতন্ত্র সংস্থা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন।

নোবেল পুরস্কারের জন্য প্রতি বছর 300 জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়।

রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস 1901 সাল থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করে আসছে। সুইডিশ বিজ্ঞানী এবং ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর 5 বছর পর এই পুরস্কারটি দেওয়া হয়। পরবর্তীতে 1969 সালে এর সাথে যুক্ত হয় অর্থনীতি।

পুরস্কারের অর্থ প্রতি বছর বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় 10 ডিসেম্বর, যেদিন আলফ্রেড নোবেল মারা যান। প্রতিটি ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি স্বর্ণপদক, সার্টিফিকেট সহ একটি ডিপ্লোমা এবং বর্তমানে 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার পাবেন।

বাংলাদেশের ডক্টর মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।