Dhaka, সোমবার, মার্চ ১৭, ২০২৫
logo

খাগড়াছড়ি দীঘিনালাতে  আবাম ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৫, ০৮:৪১ পিএম

খাগড়াছড়ি দীঘিনালাতে  আবাম ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

 

 

আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে খাগড়াছড়ি, দীঘিনালার রশিক নগর এতিমখানায় মাসিক কাচা বাজার এক বেলা ভালো খাবারের আয়োজন  ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ শনিবার সকাল ১০ টায় রশিদ নগর মাদ্রাসায় এর  কার্যক্রম শুরু হয়। 

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রতিনিধি রবিউল মোস্তফা, সদস্য আব্দুল কুদ্দুস, জহিরুল ইসলাম, মোঃ সুলতান ও অন্যান্য সদস্যবৃন্দ। 

আবাম ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা প্রতিনিধি রবিউল মোস্তফা বলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্মানিত সভাপতি মুরাদ শামসুল আলম খান সাহেবের একান্ত প্রচেষ্টায়  প্রতিনিয়ত সেবামূলক কাজে অবদান রাখছে, তারই ধারাবাহিকতায় রশিক নগর এতিমখানায় খাদ্য সামগ্রী কিনে দেওয়া হয়েছে। 

এমন  সেবামূলক কাজকে এলাকাবাসী  সাধুবাদ জানাই।

মো: হাচান আল মামুন খাগড়াছড়ির দীঘিনালা প্রতিনিধি,