নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ জানুয়ারী, ২০২৫, ০৪:২৫ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে। সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম।
যেখানে আগেই দেশি খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছিল। সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।
এদিন ক্যাটাগরি 'বি' থেকে মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। মাশরাফী গেলবারও সিলেটেই ছিলেন। দলটির অধিনায়কও ছিলেন তিনি।
ফরচুন বরিশাল তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ধরে রাখলেও ছেড়ে দিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে আজ ড্রাফটে তারা ফের দলে ভিড়িয়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।
তার আগে প্রথম ডাকে চট্টগ্রাম নিয়েছে শামীম হোসেনকে, খুলনা হাসান মাহমুদকে, রংপুর নাহিদ রানাকে আর সিলেট রনি তালুকদারকে।
দ্বিতীয় ডাকে দলগুলো দলে নিয়েছে যথাক্রমে বরিশাল তানভীর ইসলামকে, রংপুর সাইফ হাসানকে, খুলনা মোহাম্মদ নাঈমকে, চট্টগ্রাম পারভেজ হোসেনকে, ঢাকা হাবিবুর রহমানকে এবং রাজশাহী জিশান আলমকে।
উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের একাদশ আসরের। যেখানে সাতটি দল অংশগ্রহণ করবে, তার মধ্যে চারটি দল পুরোনো, তিন দল এসেছে মালিকানা বদলে। শক্ত দল গড়তে সাত ফ্র্যাঞ্চাইজি এই ড্রাফটে অংশ নিয়েছে। যেখানে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার থেকে পছন্দের দল গড়বে দলগুলো।