Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
logo

মৃত্যু মায়ের লাশ দেখার আগেই  দুই বোনের মৃত্যু।


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:০২ পিএম

মৃত্যু মায়ের লাশ দেখার আগেই  দুই বোনের মৃত্যু।

 


রাত ২ টায় মায়ের মৃত্যুর খবর শুনে   গাজীপুর থেকে মোটরসাইকেলে বাড়ি আসার পথে  এক্সিডেন্টে  প্রাণ গেলো  দুই বোনের ।
তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ।

রোববার সকালে বগুড়া শেরপুর উপজেলা ঢাকা-রংপুর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধা সদর ১১ নং গিদারী  ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের    নজরুল ইসলামের মেয়ে নূপুর আক্তার (২১) ও একই এলাকার  তার চাচাতো বোন আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৯)। তারা দুই বোন   গাজীপুর পোশাক শ্রমিকের কাজ করতেন। এছাড়া দুর্ঘটনায় নিহত নূপুরের স্বামী মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

স্বজনরা জানায়, নিহত নুপুরের মা ময়না বেগম রবিবার ভোররাতে অসুস্থতা জনিত কারণে মারা যান। মায়ের মৃত্যুর খবরে নূপুর তার চাচাতো বোন রুনাকে সঙ্গে নিয়ে স্বামীর মোটরসাইকেলে কর্মস্থল গাজীপুর থেকে গাইবান্ধায় মায়ের বাড়ি  যাচ্ছিলেন। পথে বগুড়ার ভবানীপুরে মোটরসাইকেলটি মহাসড়কের উপরে ছিটকে পড়ে যায়। এ সময় পেছনে থাকা অজ্ঞাত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই বোন নিহত।

মো:জাহিদুল ইসলাম প্রতিনিধি গাইবান্ধা।