সিয়াম ইসলাম প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৭ এএম
বাংলাদেশের ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। শ্রীলঙ্কান কোচকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচকে বরখাস্তের ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তাকেও শোকজ করা হয়েছে। নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে।
দুই মাস আগে থেকেই গুঞ্জন ছিল হাথুরুকে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে রাখা হবে না। ভারতে ব্যর্থ মিশনের পর আবারও আলোচনায় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। যদিও পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ হয়ে বেঁচে যান বিজ্ঞানী হাথুরু। তবে ভারতের বিপক্ষে শোচনীয় পারফরম্যান্সের পর আবারও সমালোচনার মুখে টাইগারদের প্রধান কোচ। অবশেষে আজ শেষ হলো হাথুরুর অধ্যায়।
আজ (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিকেল সাড়ে ৩টায় মিরপুর শেরে বাংলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আর সকাল থেকেই বরখাস্ত হচ্ছেন গুঞ্জন হাথুরু। সংবাদ সম্মেলনে ঘোষণার পর বিষয়টি আরও স্পষ্ট হয়।
হাথুরু ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হন। তার সাথে ৩৫,০০০ ডলারে বিসিবির চুক্তি ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। তবে, হাথুরুসিংহে চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করেই এবার বরখাস্ত হন।