Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

মানিকগঞ্জ শিবালয়ে বিএনপির দোয়া মাহফিল ও শান্তি ঐক্য সমাবেশ অনুষ্ঠিত।


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ এএম

মানিকগঞ্জ শিবালয়ে বিএনপির দোয়া মাহফিল ও শান্তি ঐক্য সমাবেশ অনুষ্ঠিত।

 

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গনতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ স্বার্থক আন্দোলন এবং এর পটভূমিতে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র -জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত মুক্তি সেনাদের জন্য মানিকগঞ্জ শিবালয় উপজেলা তেওতা ইউনিয়নবাসীর আয়োজনে ১৬ই অক্টোবর বুধবার বিকেলে "সমেজ ঘর তেওতা" হয়রত শাহ বাহুর উল্লাহ মাজার চত্বরে" বিএনপির এক দোয়া মাহফিল ও শান্তি-ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা‌। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অন্তবর্তীকালীন সরকার সুন্দরভাবে দেশ সংস্কার করে যাচ্ছে। আশা করছি খুব দ্রুত সময়ে মধ্যে এই সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদেরকে উপহার দিবেন।আগামী সংসদ নির্বাচনে বিএনপি জনগণের বিপুল ভোট পেয়ে সরকার গঠন করবে, এর জন্য আমাদের সকল নেতৃবৃন্দদেরকে ঐক্যবৌদ্ধ হয়ে কাজ করতে হবে। দলীয় নির্দেশ অমান্য করে নেতাকর্মীদের কোন রকম অপকর্মে লিপ্ত হওয়া যাবে না।সমাবেশে এলাকাবাসী সহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রধান অতিথি বৈষম্য বিরোধী ছাত্র -জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদ ও আহত মুক্তি সেনাদের জন্য দোয়া ও মোনাজাত করেন।

মোঃ শামীম মিয়া, মানিকগঞ্জ