নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:২৬ এএম
কুমিল্লা সদরের শিমপুর এলাকায় ৩০ কেজি গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর রাতে জেলার সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের শিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে করে র্যাব সদস্যরা।
আটককৃত আসামি মোঃ শাকিব আহমেদ (২২) জেলার সদর উপজেলার চরপাড়া গ্রামের মৃত বাবুল মিয়া এর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল জেলার সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের শিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাজাসহ শাকিব আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাসুদুল হক জানান, আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি