নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৯ এএম
লেবানন থেকে হিজবুল্লাহর চালানো একটি ড্রোন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কেসারিয়ার উপকূলীয় শহরে অবস্থিত একটি বাসভবনে আঘাত হানে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দাবি করা হয়েছে, ড্রোনটি নেতানিয়াহুর ব্যক্তিগত সম্পত্তির একটি অংশে আঘাত করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং হামলার সময় প্রধানমন্ত্রী বাড়িতে ছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়।