সিয়াম ইসলাম প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৭ এএম
দেশের মাটিতে সাকিব আল হাসানের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ নিয়ে বেশ কিছু দিন নাটকীয়তা ছিল। সবুজ সংকেত পেয়ে দেশের উদ্দেশে মাঝপথে দুবাইয়ে থামতে হয় তাকে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার শেষ টেস্ট খেলার কথা থাকলেও তা হচ্ছে না। দেশে আসার প্রক্রিয়া হঠাৎ স্থগিত হওয়ার বিষয়টি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছেন সাকিব। এ প্রসঙ্গে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
এবার সাকিবকে নিয়ে কথা বললেন তার ছোটবেলার কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই কোচ তার ফেসবুক পোস্টে টেস্ট থেকে সাকিবের অবসর দেখতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সালাহউদ্দিন লিখেছেন, 'দেশের প্রতি, দেশের মানুষের প্রতি এতটা ক্ষোভ বা বেদনা কখনো অনুভব করিনি, কেন আজ অনুভব করছি। আমরা মানুষ কি কখনো নিজেরা ভুল করি? কেউ অনুতপ্ত হলে তাকে সুযোগ দেওয়া উচিত, কিন্তু আমরা যেভাবে মানুষ হয়ে উঠছি তাতে আমাদের রহমত চলে গেছে।'
সাকিব ও মাশরাফি বিন মুর্তজা দুজনেই আওয়ামী লীগ সরকারে সংসদ সদস্য থাকা ছাড়াও ছাত্র বিদ্রোহের সময় নীরব থাকার কারণে জনগণের রোষানলে পড়েছেন। সাম্প্রতিক সময়ে উভয়ের বিরুদ্ধেই বিক্ষোভ দেখা গেছে। এমনকি তাদের দল থেকে বহিষ্কারের দাবিও রয়েছে। তবে সালাহউদ্দিনের মতে, বাংলাদেশের এই দুই তারকা খুনি হতে পারে না, এমনকি তারা অনেক মানুষকে সাহায্য করেছে, 'একজন মানুষ 17 বছর ধরে দেশের জন্য কিছু করেছে, আজ ক্রিকেট বিশ্ব কার জন্য আমাদের একটু সম্মান করে? তারা ক্রিকেট মাঠে ঢুকতে পারবে না, এই কান্না সবাই দেখবে না। তারা কি রাজনীতি করছে বলে খুনি? তাদের সাথে মিশে? কত লোকের অন্ন-বস্ত্র জোগাচ্ছে জানেন? তারা কত অসহায় মানুষের চিকিৎসা করছে জানেন?'
'স্ট্যাটাস না দেওয়ার কারণে তারা আজ শত্রু, মাশরাফি যখন ৫টি অপারেশন করে দেশের জন্য লড়ছেন, তখন কী দেখেন? ছেঁড়া আঙুল নিয়ে বোলিং করেছেন সাকিব, তামিম এক হাতে ব্যাট করেছেন কার জন্য? সবাই কমবেশি দেশকে ভালোবাসে, তাদের ভালোবাসা দৃশ্যমান নাও হতে পারে, তাদের কাছ থেকে দেখেছি, তারা মানুষের উপকার ছাড়া কারো ক্ষতি করেনি, তারা খুনি নয়। আমি খুবই দুঃখিত যে আমি তাদের মাঠ ছেড়ে যেতে দেখতে পারব না।
মানুষকে ক্ষমা করুন, আল্লাহ আমাদের অনেক গুনাহ মাফ করে দেবেন। আমরা সবাই কম-বেশি অপরাধী, কাউকে সম্মান দিলে তুমিও সম্মানিত হবে।'
প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরার পথে দুবাইয়ে থামতে হয় সাকিবকে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তিনি দেশটিতে সফর স্থগিত করার জন্য ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি থেকে পরামর্শ পেয়েছেন। তা না হলে মিরপুর টেস্ট খেলতে আগামীকাল (বৃহস্পতিবার) দেশে আসার কথা ছিল সাকিবের। অন্যদিকে সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে বিসিবির কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। এছাড়া বিপিএলে সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফিকে বাদ দিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সিলেটের শিক্ষার্থীরা।