নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫, ০২:৫৮ এএম
চট্টগ্রাম নগরীর আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৮ তরুণ-তরণীকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে। বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট নিরিবিলি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৪ জন নারী ও ৪ জন পুরুষসহ মোট ০৮ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।