Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

আওয়ামী লীগ সহ ১৪ দলকে নিষিদ্ধ করার বিবেচনা করছে সরকার


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:১২ এএম

আওয়ামী লীগ সহ ১৪ দলকে নিষিদ্ধ করার বিবেচনা করছে সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, আওয়ামী লীগসহ ১৪ দল নিষিদ্ধ করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল শনিবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে সরকার শিগগিরই একটি সার্চ কমিটি গঠন করবে। সংলাপে অংশ নেওয়া দলগুলোকে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে অন্তর্বর্তী সরকার দলনিরপেক্ষ অবস্থান বজায় রেখে ছয় সদস্যের একটি সার্চ কমিটি গঠন করবে।