Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

আফগানিস্তানে রাস্তাঘাটের নামকরণ হবে ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৮ এএম

আফগানিস্তানে রাস্তাঘাটের নামকরণ হবে ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী

তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের মুখপাত্র খুবাইব গুফরান ঘোষণা করেছেন যে আফগানিস্তানে নতুন খোলা রাস্তা এবং জংশনের নামকরণ করা হবে ধর্মীয় ও জাতীয় মূল্যবোধ অনুসারে।

আফগানিস্তানের পবিত্র স্থানগুলোর নামকরণের দায়িত্বে থাকা কমিশন রোববার একটি বৈঠক করেছে। ওই বৈঠকে সড়কের নামকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে তালেবান সরকারের কর্মকর্তা বলেন, “ইসলামী আমিরাত এবং আফগানিস্তানের নিজস্ব সংস্কৃতির আলোকে কমিশন তার বৈঠকে রাস্তা ও মোড়ের নামকরণের মতো নতুন অবকাঠামো নিয়ে আলোচনা করেছে। এছাড়া বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের বিষয়ে সাধারণ মানুষের অনুরোধ নিয়েও আলোচনা হয়েছে।”


আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, রাজধানী কাবুলের কিছু বাসিন্দা নাম পরিবর্তনের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। আবদুল হাই মোহাম্মদ নামে এক ব্যক্তি বলেন, “এর ইতিবাচক দিক হলো যে মোড়ের নাম পরিবর্তন করা হয়েছে আমাদের সাংস্কৃতিক তাৎপর্য অনুযায়ী পরিবর্তন করা হচ্ছে। কিন্তু অন্যদিকে যারা পুরানো নামে অভ্যস্ত তারা ভুল করে নতুন নামের জন্য জায়গাটা ভুল করতে পারে।”


মোহাম্মদ দাউদ নামে আরেকজন বলেন, “অনেক চৌরাস্তার নামকরণ করা হয়েছে ব্যক্তির নামে। ধর্মীয় ও ইসলামিকভাবে এর নামকরণ করা হলে আমি খুবই খুশি হব।”