Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

এ আন্দোলনে যত পুলিশ মারা গেছে তার দায় শেখ হাসিনার। - উপদেষ্টা নাহিদ ইসলাম


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:২১ এএম

এ আন্দোলনে যত পুলিশ মারা গেছে তার দায় শেখ হাসিনার। - উপদেষ্টা নাহিদ ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম জাতীয় প্রেসক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। তিনি ৫ আগস্টের ঘটনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, "৫ আগস্ট দুপুর পর্যন্ত আন্দোলনকারী ছাত্র-জনতার উপর স্নাইপার দিয়ে গুলি চালানো হয়েছে। সেদিন শেখ হাসিনা তার সব নেতা কর্মী এবং পুলিশ বাহিনীকে মাঠে থাকার নির্দেশ দিয়ে কাউকে না জানিয়ে দেশ থেকে পালিয়ে যায়। তার এই সিদ্ধান্তের কারণে সেদিন অনেক পুলিশ সদস্য মারা যায়। এ আন্দোলনে যত পুলিশ মারা গেছে তার দায় শেখ হাসিনার।" তিনি আরও বলেন, "গণমাধ্যম থেকে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট এবং আকাঙ্ক্ষা পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের কারণ।"