Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

তেজগাঁওয়ে ডেকে নিয়ে বাংলা কলেজের শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:২০ এএম

তেজগাঁওয়ে ডেকে নিয়ে বাংলা কলেজের শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর তেজগাঁওয়ের ১৭ নম্বর সড়ক এলাকায় মোবাইল ফোনে ফোন করা হয়। ইমরান (২২) নামে এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সে মিরপুর বাংলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।


রোববার (২০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই মো. সুমন বলেন, আমার ভাই মিরপুর বাংলা কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র ছিল। গতরাতে বাদশা নামে স্থানীয় এক সন্ত্রাসী তাকে টেলিফোনে আমাদের বাসা থেকে ফোন করে। পরে আমার ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি এবং তাকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


তিনি জানান, তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানায়। পিতার নাম মোঃ মিজান মিয়া বর্তমানে তারা ৭৩-এ, গ্রীন রোড, তেজগাঁও বাড়িতে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।