নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৬ এএম
মেলায় অশ্লীল নৃত্য ও অবৈধভাবে মেলা আয়োজনের দায়ে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখীতে অভিযান চালিয়ে ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেলা বন্ধ করে দেওয়া হয়।
সোমবার (২১ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার সোনামুখী মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার।
স্থানীয়রা জানান, দুর্গাপূজা উপলক্ষে সোনামুখীতে মেলা বসে। গত এক সপ্তাহ ধরে এবারের মেলায় জাদু প্রদর্শনীর নামে প্রচুর অশ্লীলতা দেখা যাচ্ছিল। সোনামুখী এলাকার কিছু মানুষ এই অশ্লীলতাকে প্রশ্রয় দিয়ে আসছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সোনামুখী মেলায় অভিযান চালায়। অভিযানে অশ্লীল নৃত্যের প্যান্ডেলগুলো ভেঙে ফেলা হয়েছে এবং কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার বিষয়টি নিশ্চিত নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সোনামুখী মেলায় অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), সোনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। তাদেরকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ সময় সিরাজগঞ্জ এনএসআই কার্যালয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল-আমিন ও কাজীপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশনঃ সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী অশ্লীল নৃত্য পরিবেশন ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সোমবার রাতের ছবি।