Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের ৬ হাজার রান, হারের শঙ্কায় বাংলাদেশ


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৪ এএম

প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের ৬ হাজার রান, হারের শঙ্কায় বাংলাদেশ

প্রথম বাংলাদেশি হিসেবে মিরপুর টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার ২০২ রানের লিডের জবাবে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ।

সাদমান ইসলাম ও মুমিনুল হক যথাক্রমে ১ ও শূন্য রানে ফিরে গেলে চাপে পড়ে টাইগাররা। এরপর শান্ত ২৩ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক।

তবে এই ধাক্কা সামলানোর বার্তা দিচ্ছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়। ৯৩ টেস্ট খেলে এই কীর্তি গড়েন মুশফিকুর রহিম।

এর আগে কাইল ভেরিনারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের 106 রানের বিপরীতে প্রোটিয়ারা 308 রান করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত তিন উইকেট হারিয়ে দুর্বল আলোর কারণে দ্বিতীয় দিনের খেলা শেষ করে দুই দল। তারপরও দক্ষিণ আফ্রিকার লিড টপকে নতুন লিড দিতে বাংলাদেশের প্রয়োজন আরও ১০১ রান।