সিয়াম ইসলাম প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৫ এএম
গোপালগঞ্জে পার্কে ফাঁসির দায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ শিক্ষার্থীকে আটক করেছে সদর থানা পুলিশ। তাদের মধ্যে ২৬ জন মেয়ে এবং ১৪ জন ছেলে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জেলা শহরের লেক পার্ক ও শেখ রাসেল শিশু পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সেগুলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক পরিধান করে নানা অপকর্মে জড়িয়ে পড়েন। এমন অভিযোগের ভিত্তিতে আজ সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোঃ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ জেলা শহরের লেক পার্ক ও শেখ রাসেল শিশু পার্কে অভিযান চালিয়ে ২৬ ছাত্রী ও ১৪ ছাত্রীকে আটক করা হয়েছে। পরে তা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়।
জেলা শহরের আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।