সিয়াম ইসলাম প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫, ০৯:৩২ পিএম
১৯৭২ সালের সংবিধান বাতিল, রাষ্ট্রপতির পদত্যাগ ও আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণাসহ ৫ দফা দাবিতে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেন, বঙ্গভবনে ষড়যন্ত্র করলে শিক্ষার্থীরা কঠোর জবাব দেবে। প্রয়োজনে আবারও কঠোর আন্দোলন করার ঘোষণা দেন তারা।
তারা বলেন, বাংলাদেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। সরকার পতনের পর যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে তাদের তালিকা প্রকাশের জন্য তারা সেনাপ্রধানকে আল্টিমেটামও দিয়েছে।
পরে শহীদ মিনারের এই কর্মসূচি থেকে সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম ৫ দফা ঘোষণা করেন।