Dhaka, মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
logo

যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন না হলে বিএনপি ঘরে বসে চিনা বাদাম খাবে না - বিএনপির গয়েশ্বর চন্দ্র


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৫, ০৩:৩৯ এএম

যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন না হলে বিএনপি ঘরে বসে চিনা বাদাম খাবে না - বিএনপির গয়েশ্বর চন্দ্র

আজ জাতীয় প্রেস ক্লাবে 'জাগ্রত বাংলাদেশ'-এর উদ্যোগে আয়োজিত 'দেশে বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলের করণীয়' শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "দেশের মালিক জনগণ। আমরা চাই শুধুমাত্র একটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে একটি সংসদ ও সরকার গঠন করবে।" তিনি আরও বলেন, "যৌক্তিক সময়টা অতিক্রান্ত হলে জনগণ নির্ভর বিএনপি জিয়াউর রহমানের দল তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই ঘরে বসে চিনা বাদাম খাবে না।"

জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন, জাগ্রত সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।