Dhaka, শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
logo

চবিতে 'রাষ্ট্রচিন্তা'র 'নির্বাচন ও সংবিধান সংস্কার' বিষয়ক সভা ২৭ শে অক্টোবর


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ০৭:১৯ এএম

চবিতে 'রাষ্ট্রচিন্তা'র 'নির্বাচন ও সংবিধান সংস্কার' বিষয়ক সভা ২৭ শে অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) "নির্বাচন ও সংবিধান সংস্কার" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী ২৭ শে অক্টোবর। 

 

বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলন করে বিষয়টি জানায় বুদ্ধিবৃত্তিক সংগঠন 'রাষ্ট্রচিন্তা'। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রচিন্তা চবির সভাপতি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এম. বি ফররুখ হোসেন রিফু, সহ-সভাপতি ও রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরোজ তৃণা ও কার্যকরী সদস্য ইখলাস বিন সুলতান এবং তৌহিদুল ইসলাম সাকিব। 

 

আয়োজকরা জানান, এতে নির্বাচন নিয়ে আলোচনা করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্হিয়া আখতার, রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা করবেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং দারুল উলুম আলিয়া মাদরাসা চন্দনপুরার শিক্ষক ও চিন্তক মুহম্মদ মুনির উদ্দিন। এছাড়াও সংবিধান নিয়ে আলোচনা করবেন রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান এবং সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রীম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম।

 

এ বিষয়ে সংগঠনটির সভাপতি এম. বি ফররুখ হোসেন বলেন, আমরা চাই রাষ্ট্র সংস্কারের জন্য জনগনের সচেতনতা সৃষ্টি করতে। বুদ্ধিবৃত্তিক সংগঠন হিসেবে আমরা এ বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে চাই। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

 

উল্লেখ্য, 'রাষ্ট্রচিন্তা' একটি বুদ্ধিবৃত্তিক সংগঠন হিসেবে পরিচিত। ২০২২ সাল থেকে সংগঠনটি চবিতে কার্যক্রম পরিচালনা করে আসছে।

চবি প্রতিনিধি