Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
logo

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ ধরার অপরাধে ৪ জনের কারাদণ্ড ও ৬ জনের অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।


Md Jahid   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৪ পিএম

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ ধরার অপরাধে ৪ জনের কারাদণ্ড ও ৬ জনের অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

মানিকগঞ্জ শিবালয় উপজেলায় পদ্মা-যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ ধরার অপরাধে ২৫ ই অক্টোবর শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মা ইলিশ মাছ আহরণের অপরাধে ৪ জনকে ১২ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ইলিশ ক্রয় -বিক্রয়ের অপরাধে ০৬ জনকে ৩০০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন। এ সময় মোবাইল কোর্টে জব্দকৃত প্রায় ৮০ কেজি মাছ স্থানীয় ০৫ টি এতিমখানায় বিতরন করা হয় এবং প্রায় ৩ লক্ষ মিটার জাল ধংস করা হয়।
 শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বলেন,মা ইলিশ মাছ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে শিবালয় উপজেলা প্রশাসন ০৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করবে। সকলকে নিষেধাজ্ঞাকালীন সময়ে মা  ইলিশ মাছ আহরণ, ক্রয়- বিক্রয় ও পরিবহন হতে বিরত থাকার জন্য অনুরোধ করছি।

মোঃ শামীম মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি