Dhaka, শনিবার, জানুয়ারী ১১, ২০২৫
logo

কলেজে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০১:১৪ পিএম

কলেজে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী গ্রেপ্তার

নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়াকে পরীক্ষা দিতে গিয়ে আটক করা হয়েছে। আজ বিকেলে রাজশাহী সরকারি মহিলা কলেজে পরীক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পিয়া পরীক্ষা দিতে গেলে পাশের সিটে বসা পরীক্ষার্থীরা তাকে চিনতে পারেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের সদস্যরা একত্রিত হয়ে পরীক্ষার হল ঘেরাও করেন এবং পরীক্ষা শেষে তাকে আটক করে পুলিশে দেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, "পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরক মামলা রয়েছে। এই মামলায় তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।"