Dhaka, শনিবার, জানুয়ারী ১১, ২০২৫
logo

খুবি সংস্কারে দাবি উত্থাপন মঞ্চের আয়োজন


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:৫০ এএম

খুবি সংস্কারে দাবি উত্থাপন মঞ্চের আয়োজন

 

 

 

খুলনা বিশ্ববিদ্যালয় সংস্কারের লক্ষ্যে রবিবার (২৭ সেপ্টেম্বর) দাবি উত্থাপন মঞ্চের আয়োজন করেছে খুবির সাধারণ শিক্ষার্থীরা।

 

বেলা সাড়ে চারটায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নুরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুল সাদাত এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

অনুষ্ঠানের উপস্থিত সহকারী ছাত্র বিষয়ক পরিচালক সহকারী হাসান মাহমুদ সাকি বলেন,"রক্ত দেওয়ার পরম্পরা এখনো আমাদের শেষ হয় নি।গত জুলাই তে আমরা প্রায় দেড় হাজারের বেশি রক্ত দিয়েছি। স্বৈরাচারী যে পরম্পরা দেশে ও বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল সেখানে এই ধরনের আয়োজন প্রশংসনীয়।আমি মনে করি দাবি করা হয় স্বৈরাচারের কাছে,তাই আমাদের আজকের এই মঞ্চ কোনো দাবির মঞ্চ নয় এটি আলোচনার মঞ্চ।"

 

আন্দোলনের সময়ের সম্মুখ শ্রেণীর শিক্ষার্থী আজাদ মিয়া বলেন," খুলনা বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। কিন্তু বিভিন্ন সময় দেখা যায় শিক্ষকরা বিভিন্ন দলের লেজুড়বৃত্তি কাজে জড়িয়ে থাকে।এইরকম দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি খুলনা বিশ্ববিদ্যালয় থাকতে পারে না। বিভিন্ন কাজে বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সের ভয় না দেখিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে প্রত্যেকটি সিদ্ধান্ত নিতে হবে।২৪ এর বিপ্লবের হাত ধরে দেশ ও জাতির কাছে ঘুরে দাড়ানোর এখনই সুযোগ। দেশের সাথে বিশ্ববিদ্যালয়ের সংস্কার এখন সময়ের দাবি।"

 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা মোট ৩৭ টি দাবি উত্থাপন করেন।