নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৯ এএম
শেরপুরের ঝিনাইগাতীতে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নিয়ে অসুস্থ হয়ে ৩৬ শিক্ষার্থী হাসপাতালে ভর্তির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিনকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখনও ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৮ জন শিক্ষার্থী ভর্তি রয়েছেন। এর আগে অসুস্থ হয়ে পড়ায় ওই শিক্ষার্থীদর রোববার রাতে ২৫ জনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১১ জনকে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন অভিভাবকরা। তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
রোববার (২৭ অক্টোবর) জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিবাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থী, অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে এসব শিক্ষার্থীদের এইচপিভি টিকা দেওয়া হয়। স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীরা বাড়িতে গেলে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি দেখা দেয়।
এদিকে এই ঘটনার খবর দ্রুত ঝিনাইগাতীসহ আশপাশের উপজেলায় ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে সাইকোজেনিক কারণে একজনের দেখাদেখি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে বলে জানান শেরপুরের সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এরই মধ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মনিরুজ্জামান মনির শেরপুর জেলা প্রতিনিধি