Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
logo

জামায়াত শিবির নেতাকর্মীদের  হত্যার বিচারের দাবীতে আজ  গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:২১ এএম

জামায়াত শিবির নেতাকর্মীদের   হত্যার বিচারের দাবীতে আজ   গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি বৈঠার নির্মম আঘাতে সারাদেশে ২৬ জন জামায়াত ও শিবিবের নেতাকর্মীসহ অসংখ্য নেতাকর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর ( সোমবার) দুপুরে গাইবান্ধা শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর, মাওলানা নুরুল ইসলাম মন্ডল।

প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা জেলা শাখার আমীর, জননেতা আব্দুল করিম সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি, মাওলানা জহুরুল হক, সাবেক সেক্রেটারি আমিনুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি, মোঃ ওমর সানি, শহর জামায়াতে ইসলামীর আমীর, ফেরদৌস আলম ফিরোজ, ফয়সাল কবির রানা, ওবায়দুল হক, আবু হাসান, জোবায়ের আলী, ফররুক আহম্মেদ, নুরুন্নবী সরকার, জাহিদুল ইসলাম, হাফেজ আজহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, 

২০০৬ সালে ২৮ অক্টোবর ঢাকায় পল্টন ময়দানে লগি বৈঠার মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীরা যে হত্যাযজ্ঞ চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে, শুধু তাই হত্যা করে লাশের উপর নিত্য করেছে। সেই হত্যাকারীদেরকে বাংলার মাটিতে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, বর্তমান দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে। তিনি আগামী দিনে এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মো: জাহিদুল ইসলাম প্রতিনিধি, গাইবান্ধা