Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

কলকাতার সাংবাদিক ময়ূখকে মৃত দেখাচ্ছে ফেসবুক


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৩ এএম

কলকাতার সাংবাদিক ময়ূখকে মৃত দেখাচ্ছে ফেসবুক

ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশে তিনি সমালোচিত হন। এবার সেই সাংবাদিককে ‘মৃত’ দেখাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

ময়ূখ রঞ্জন ঘোষের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে এমনটি দেখা যায়। তার সেই অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে দেয়া হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ রিমেম্বারিং লেখা একটি ব্যানারও প্রদর্শন করছে। এ ছাড়া টাইমলাইনে তার সম্মানে লিখেছে, ‘আমরা আশা করি, ময়ূখকে স্মরণ ও সম্মান জানাতে তার বন্ধু ও পরিবারের জন্য এটি একটি স্থান হতে পারে।’

ময়ূখের এ অ্যাকাউন্টের তথ্য মতে, সর্বশেষ তিনি রিপাবলিক বাংলার জ্যেষ্ঠ সম্পাদক ও হেড অব ইনপুটের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি নিউজ-১৮ বাংলা, টাইমস নাউ, এবিপি আনন্দে কাজ করেছেন।

সাধারণত কোনো ফেসবুক প্রোফাইলে মৃত ব্যক্তিদের ক্ষেত্রেই শুধু ‘রিমেম্বারিং’ লেখা হয়ে থাকে। কোনো ফেসবুক প্রোফাইল ‘রিমেম্বারিং’ করতে হলে প্রথমে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। এরপর এ আবেদনের ভিত্তিতে তথ্য যাচাই বাছাই করে ফেসবুক কর্তৃপক্ষ কোনো আইডি ‘রিমেম্বারিং’ করে।