Dhaka, শনিবার, জানুয়ারী ১১, ২০২৫
logo

অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:০০ এএম

অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি গঠন হয়ে গেছে। শিগগিরই প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। এবার অসাধারণ একটা নির্বাচন হবে বরেও জানান তিনি। এর সঙ্গে ভোটার তালিকাও হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।

 

আজ (মঙ্গলবার, ২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

 

সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের বৈঠক হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 'আইনি সকল সহযোগিতার আশ্বাস দিয়ে মানবাধিকারকে গুরুত্ব দিতে বলেছেন ভলকার তুর্ক।

 

জাতিসংঘের হাইকমিশনার মৃত্যুদণ্ড রোহিতের প্রস্তাব দিলেও সরকার তার বাতিল করবে না।

 

 

 

আইন উপদেষ্টা বলেন, 'গণহত্যা চালানোর পর অনুশোচনা ও বিচারের আগে এ দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা এটা মানুষ বিবেচনা করবে।

 

 

 

এসময় ভলকার তুর্ক বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু গুরুত্বের সাথে বিবেচনা করছ জাতিসংঘ।